অঋব যেখানে যেখানে যেত, আমি এখন যাই
বাবা যেখানে যেখানে যেত, আমি ঘুরে আসি সব
অনায়াসে ঘুরে আসা যায় শূন্যস্থান
পায়ে হাঁটা লাগে না চাইলেই ঘুরে আসা যায় বিষণ্নতা গুলিও
বাবা যেসব জমিতে চাষ দিতেন
বাবা যেসব জমিতে আঁচড়া ও নিড়ানি দিতেন
আমিও তাই তাই করি মনকৃষিতে
আমার ছেলে অঋব যেসব অবিশ^াস্য কাজ করত
বা দুষ্টুমি করত, এখন আমিও করি
একা ও নির্জনে এইসব করি
বাবার বিপুল ভূ-সম্পদ, এই শূন্যতা, সবকিছুর দখল নিয়েছি
ছেলের শোক, কবরটাও ভরে নিয়েছি বুকের গোলায়
কবর ছাড়া কেউ নাই আমার সব দখল নেওয়ার,
ফলে আমার লাশটা পচে পচে গন্ধ ছড়াচ্ছে, এখন।