শুধু কবিতায় তোমাকে স্পর্শ করা যায় –
ভালোমন্দ জানা যায়, স্কয়ারে, মফস্বল থেকে এসে
সারা বিকেল তোমার পাশে বসে থাকা যায়।
এই যে তোলপাড় করা সংবাদ, মর্মর করে
ভাঙছে পাঁজরের হাড়, তৌহিদা, কুহকে
জড়ানো মহাসমুদ্রের তীর ধরে ছুটছে রিকশা,
বহুকাল চোরাচালানের পর, যাত্রীবদলের মতো
চাপা বেদনায় ঘামছে হাতের তালু,
তোমার চুলগুলো নাচুনে পদ্মার ঢেউয়ের মতো
গুটিকয় স্মৃতির চিহ্ন বসিয়ে গেলে ঘ্রাণে –
মনে হয়, আমরা বৃন্তচ্যুত সেই ফল,
রেলিংয়ে হেলান দিয়ে যাকে প্রলুব্ধ করেছিল হাওয়া।
Leave a Reply
You must be logged in to post a comment.