আকাশ সেজেছে যেন দিনমানের জন্য
বাতাসেরও সাধ তার সঙ্গ নেয়;
আমি ভাবছি অন্যকথা –
আমাকে তো যেতে হবে সেই দূর
রাজেন্দ্রপুর,
ওবেলায় হলে তবু তাকে খুব করে দেখা যেত।
আকাশ আর বৃষ্টি
কখনো মনে হয় মা ও মেয়ে;
কখনো দুঃখিনী নারীর বুকফাটা ধারাজল,
বাতাস তার মাতাল নাগর
সবসময় তক্কে তক্কে থাকে।

Leave a Reply
You must be logged in to post a comment.