বর্ষা নামিয়ে সে আসবে
সে আসবে ঘোর বর্ষা মাথায় নিয়ে,
ততক্ষণ আমার অপেক্ষা
ইট-সিমেন্টের এই যক্ষপুরে।
কালিদাস কবে ভূত, আজ
কোন্ ফ্যাক্স ই-মেইল
হৃদয়কে বয়ে নেয়
গাংনি, মেহেরপুরে?
বর্ষা নামিয়ে সে আসবে
সে আসবে ঘোর বর্ষা মাথায় নিয়ে,
ততক্ষণ আমার অপেক্ষা
ইট-সিমেন্টের এই যক্ষপুরে।
কালিদাস কবে ভূত, আজ
কোন্ ফ্যাক্স ই-মেইল
হৃদয়কে বয়ে নেয়
গাংনি, মেহেরপুরে?
Leave a Reply
You must be logged in to post a comment.