না, আমার কোনো ক্ষোভ নেই

যথাস্থানে হয়েছে প্রবিষ্ট রাতের পেরেক

জোনাকির গান তবু দেখি উড়ছে যথারীতি

কেন এই বিষাক্ত তীর?

আমি ব্যথা পাই ঘাসের শরীরে

নিষ্পলক ঘড়ি

না, আমার কোনো ক্ষোভ নেই!

আমার শরীরে হাড় আর নুন

আর কিছু উদ্ভিদ জলজ

প্লাংকটন কালো হলে আমি ঘ্রাণ নিয়েছি মাটির।

এখন একটা তরুণ গাছ আমার সঙ্গী হয়েছে

অন্ধকারে আমরা হাঁটছি পাড়ঘেঁষে নদীর

নিচুস্বরে কথা বলছে পাতারা

একটা ট্রলার ছুটে যাচ্ছে কোথাও

রেললাইনে হঠাৎ উঠল বেজে একটা ট্রেন!