বেলা বয়ে যায়, বিকেল ঝিমোয়, সন্ধের নেই দেরি
বেলা বয়ে যায়, বৃথা তন্দ্রায় ভালো না কালক্ষেপ
বয়ে যায় বেলা, শেষ হয় মেলা, ওপারে যাওয়ার ফেরি
ফেলেছে নোঙর, মনের পাথরে মাথা খুঁড়ে আক্ষেপ
গত মুহূর্ত অতীতের দিকে অনেক দূর তো গেল
কিছুই হলো না, শরতের সোনা রোদ্দুর দিলো ফাঁকি
ভেসেছি উজানে, টেলিফোন কানে লাগিয়েই শুনি হ্যালো
মৃত্যু বলছি, আপনার আর কয়েক মিনিট বাকি
বলে দিই জোরে রং নম্বরে কেন ফোন করছেন
আমার এখন হবে না সময়, শরীরের ক্ষয়ে জানি
রেখেছেন পদচিহ্ন, তবু দূরপাল্লার ট্রেন
পাঠালেও আমি চড়বো না, নই এতটা অসাবধানী
বেলা বয়ে যায়, বৃথা লজ্জায় সময় নষ্ট আর
করবো না, বুকে অপূর্ণ আজও দিগি¦জয়ের তৃষা
বেলা বয়ে যায়, আর দেরি নয়, পড়ে থাক সংসার
দূর নীহারিকা থেকে ইশারায় ডেকে যায় মোনালিসা।