যেভাবে কবিতা থেকে

সে এক সময় ছিল বেপরোয়া ঘনঘোর শীতে

যেমন ছিল এইখানে একদিন এই পৃথিবীতে।

আসলে আমি তো ছিলাম এক পাগল প্রেমিক

গিলেই ফেলেছি যখন ফেলিনি গোদার

ইমেজ আসলে ওই মহাবোধি ঘোড়া আর কামিনী নেকটার

পায়ের তলায় সর্ষে সুদূর পারাবার।

আসলে অক্ষরবৃত্ত কলাবৃত্ত যেন এক মহাজন

অ্যানড্রয়েড পৃথিবীতে হানিমুন ট্রিপ

আজো হাতড়ে চলে আদম ও ইভের আপেল

মাঝখানে শূন্যতা জনহীন দ্বীপ।

এখান থেকেই বোধহয় শুরু বহুগামিতার

অক্ষর-সঙ্গমে দেখি অর্থনীতির ভোল

হার্মাদ সময় এসে ভোলায় বড়ু চণ্ডীদাস

কুয়াশায় উঠে আসে পরকীয়া দোল।

সে এক সময় ছিল ঘনঘোর শীতে

যেমন ছিল এইখানে এই পৃথিবীতে

যেভাবে কবিতা থেকে হারায় গাঙচিল

নীরবে নিঃশব্দে আমাদের ঘোর বিপরীতে!