কোটর থেকে বাড়াল মুখ টিয়া

কাঠঠোকরা সরে গেল

হাসি হাসি মুখ,

ওরা কেউ শাস্ত্র জানে না।

স্নানঘর থেকে সোনার ময়না তবু

উঁকি দিলো বারান্দায়,

তারও কিছু বলার আছে,

ময়দানে ভিড় তাই জানাল ইশারায় –

ভাষণ রাখবে মাঠে।

মাঠভর্তি শ্রোতা, তারা কেউ পাখি নয়।

দোলে পক্ষীকুল, রহস্যময় শূন্যের খাঁচা

                               দ্বার খোলা