সোনার গয়না পরা মাঠ
সোনাগুলো আমরা বন্ধক রাখি কিংবা বিক্রি করি একেবারে
আমাদের কিনতে হয় নুন
ছোট শিশুর জন্য জামা
গঞ্জের হাট থেকে কিনতে হয় ছোট একটা গাড়ি
আর উড়তে জানা রঙিন একটা মাছ।
নতুন একটা শাড়ি কেনার কথা ভাবি
তিব্বত স্নো আর পাউডার
আর নেইল পলিশ রক্তের মতো লাল।
যদি পাওয়া যায় খাদ
দাদনের কথা ভেবে আতংকিত
ওঠে ঝিকিয়ে ভয়ংকর দাঁত সেই দাঁত কত না বিষাক্ত!