অজানা অন্ধকার পথে

শাশ্বতীর যাত্রাপথে সঙ্গী ছিলো না কেউ

ছিলো ক্ষুরধার অন্ধকার চারপাশে

               অনিশ্চিত কালের আঁধারে

এগিয়েছি একা একা কণ্টকিত পথে,

নিঃসঙ্গতা ফেল্টের টুপির মতো

                      শুষেছে মাথার ঘাম

ছিলো তবু বুকে সৃষ্টির তীব্র অনল

দহন করেছে যা রক্তমাংস এবং হৃদয়;

যা ছিলো সুদূর আলোর রেখা তাও শেষে

প্রেতের মতন ছড়িয়েছে নারকী কুহক

তবু ছিলো দূর চক্রবালের দিকে

                        নিবদ্ধ সুদৃঢ় চোখ,

হতাশার পাশে শুধু তুমি ছিলে একা

ভালোবেসে গরীয়ান প্রুশিয়ান নীলে ঝলমলো ॥

Published :


Comments

Leave a Reply