একটি ছবি আঁকব বলে ক্যানভাস নিয়ে বসে আছি।

চিত্রকরদের মতো আমার সামনে কোনো মডেল নেই,

প্রকৃতির কোনো প্রান্তে বসে দেখছি না প্রকৃতির লীলা

কিন্তু আমি তো জানি না, কোনোদিন না-দেখা কারো ছবি

কেমন করে আঁকব! তাই কল্পনার ওপর ভর করে

তুলি চালাবার কথা মনে পড়ে, এখন আকাশ-বাতাস

নদী-সমুদ্র, মেঘ-বৃষ্টি-রোদ, সবুজ শ্যামল প্রান্তর

আর বাংলার মাটি বাংলার জল দিয়ে তৈরি করি

পৃথিবীর দুষ্প্রাপ্য সব রঙের বিভা – তারপর তারপর,

রং আর তুলির আঁচড়ে ভরে তুলি ক্যানভাসের চারদিক –

তবু একটি মুখচ্ছবি কেন যে ফোটে না কিছুতেই –

বারবার আঁকি বারবার মুছি – ফুটে উঠে শুধু একটি আলপনা।