অথচ নিরামিষ

আকাশ কখনো কখনো মেঘে ঢাকে

গুড়ুম গুড়ুম শব্দ হয়

ভয় হয় বজ্রাঘাতে যদি ভেঙে যায়

                      অনাগত স্বপ্ন।

কোথায় রোদের চাতাল? পাখিডাকা ভোর

প্রতীক্ষায় থাকি তার

যদি স্নান শেষে জলে ঢাকে প্রেম

আঁধারে লুকোবে না মুখ।

অথচ সুদখোর চর্বি খেতে খেতে

নিরামিষের ডালা রাখে

                    চরায় ঠেলে …