আকাশবিহারী চোখ

যদি মা বেঁচে থাকতেন

তবে শুধাতাম,

মা গো, জন্মেই কি চোখ তুলে

তাকিয়েছিলাম ওই আকাশে?

নইলে আজো কেন চেয়ে থাকি সেদিকেই।

জীবন রয়েছে যদি

জীবনের চাহিদাকে এড়িয়ে যাবার নয় –

সকলেই চোখ রাখে ক্যালকুলেটারে, ঘড়িতে, ক্যালেন্ডারে,

টাকা-পয়সায়, সোনা-দানায়, বাড়ি ও গাড়িতে

তখনো আমার চোখ পড়ে রয়

গ্রহে-গ্রহান্তরে, নক্ষত্র থেকে নক্ষত্রে, ছায়াপথে …!

যা কিছু পাওয়ার ছিল

তুলে নেওয়া হলো না তো হাতে,

সামান্য যা-আসে হাতে

ঝরে যায় পেতে না-পেতেই।

সময় গড়িয়ে গেল, নিয়ে গেল

যা ছিল সহজাত পুঁজিতে।

ম্লানচোখে চেয়ে আছে সূর্য অস্তপারে!

জলভরা কালো মেঘে ঢেকেছে আকাশ!

নীরবেই শুনি তার অশনিসংকেত!

Published :