নতুন রুটিনের ছাঁচে ফেলে নিয়ে

       নিজেকে তৈরি করে নিচ্ছি,

আমাকে আমি তুলে দিচ্ছি –

       রুটিন মালিকের হাতে!

পাতে যা পাচ্ছি – তাই খাচ্ছি!

যাচ্ছি বিউটি পার্লারে নিজেকে টেনে নিয়ে

           নিচ্ছি নতুন কোনো লুক!

তাদের আগ্রহে স্মার্ট হতে হবে –

নিজের সত্তা হারানোর বেদনায়

           যতই কাঁপুক বুক!

হোগলা বা বাঁশের চটা দিয়ে তৈরি ডোলেও

           আমার রবিশস্য নেই!

তালগাছের গুঁড়ি দিয়ে তৈরি নৌকাটাও

           আমার পারাপারের জন্য নেই!

হোমিওপ্যাথিক ডোজও নিতে পারি না

           সর্দিতে কাবু হলেও!

আমাকে আমি বা কতটুকু

           করতে পারি ভোগ?

তাদেরই মনোবাঞ্ছা পূরণে –

তাদেরই ইশারায় তাদেরই ভোগবস্তু হয়ে উঠি!

তারা প্রফুল্ল হলে

           আমারও প্রসন্নতা!

নিজের স্বভাবপ্রকৃতি

            কোন প্রকৃতিতে অন্তর্লীন?

Published :