আবুল হাসনাত স্মরণে তিনটি কবিতা

শুকনো পাতার ছবি-৫৩ 

টুকরো ভাঙা ডালের কথাই ভাবি, যেখানে মাঝে-মাঝে

এসে বসে থাকেন বয়স্ক নিঃসঙ্গ পাখি। সে যখন কথা

বলে, তুমিও কথা বলে ওঠো, আমি চুপচাপ ছায়া খুঁজি

স্বজনদের স্নেহ-করতলে। মৃতদের কারো-কারো ভর্ৎসনা 

শুনে বুঝি জীবন এমনই সুদূর আর মানুষ তেমনই একা  

শুকনো পাতার ছবি-৫৬

কোলাহলের আগ্রহটুকু হারিয়ে একা

বসে আছি। চাল-ডাল-নুনের হিসেবের সঙ্গে

দুঃস্বপ্নগুলো হলুদ-হলুদ সর্ষে ক্ষেতে মিলিয়ে

যেতে থাকে। গান গায় না পাখি, পাখি গান

গায় না। ফুল ফোটে না গাছে-গাছে। স্যাঁতসেঁতে রোদ্দুরে

কাপড় শুকিয়ে ছাদ থেকে ঘরে ফিরে আসেন মা। একটু

একটু শান্তি হবে মা— ডাল-ভাতে মিশিয়ে খাবো 

শুকনো পাতার ছবি-৫৭

এতোটা দূরে থাকো গাছ, গাছ তোমার ছায়াটুকুও

এখন শরীরে পড়ে না। সন্ধ্যা, সন্ধ্যা নামে শান্ত নদীর

তীরে। যাঁরা বসেছিলেন, বসেছিলেন একা, একে-একে ঘরে

ফিরে যান। অথচ কারো কোথাও ফিরবার পথ নেই। শান্ত ছায়া

শান্ত নদী, শান্ত মানুষজন। চারপাশে যা-ই ঘটুক, আজ আর কোনো

অশান্তির কথা শুনবো না। নাচো শান্ত নদী