আরও একটু বাঁচো

সমস্ত স্তব্ধতার মাঝে তুমিই একমাত্র কোলাহল –

তুমি বেহালার ছড়

সুরের খেয়া ভাসিয়ে দাও হৃদয়ের প্লাবনে,

তুমি টুংটাং ডোরবেল –

প্রিয়জনের আগমন-ধ্বনি,

তুমি বেলি বু’র পায়ের ঘুঙুর রুনুঝুনু তান –

কত্থক নাচের প্রিয় বেল,

শৈশবের সরষে ক্ষেতে কাকতাড়ুয়া

হাঁড়িটি ভেঙে তোমার খিলখিল হাসি

এই বোবা শহরে আজো শোনা যায়;

টেলিফোনের অপর প্রান্তে তুমি কল্লোলিত নদী,

নিদ্রিত রজনী শেষে তুমি ভোরের পাখির ডাকাডাকি,

গভীর অরণ্যে বাতাসের শনশন শব্দ –

সেও অবিকল তোমার কণ্ঠস্বর;

সমস্ত প্রতীক্ষার মাঝে তাই একমাত্র তোমারই প্রত্যাশা –

তুমি চলে গেলে সব থেমে যাবে

এখনই চলে যেও না

আরো কিছুদিন বাঁচো।