ভূমিজ চর্যার ইতিহাস

অক্ষরের সুবিন্যস্ত অবয়বে লেখা আবেগের বাহন হয়ে যে আমার

জীবন রচনার ক্ষেত্রে গল্প হয়ে ফুটে ওঠে প্রিয় বর্ণমালা –

নিশীথ রাতের এক কুহকিনী – যে আমার অস্তিত্বের

সংবেদী ঠিকানা – যে আমার হৃদয়ের 

গহিন সুন্দর, বোধের দু’কূল বেয়ে

থরে থরে মৌন মৃত্তিকার স্তরে

সাজানো গোলাপ – যে আমার

উদাসীন পাথারের একা সঙ্গিনী

যে আমার কর্মব্যস্ত কিষানির বুকের

সুডৌল সন্ধ্যা – কাদাজলে দুধসাদা

বকের পালকে লেখা ভূমিজ চর্যার ইতিহাস –

ডেকে ওঠা ভোরের পাখিরা।