আমি ফিলিস্তিনের পাশে আছি।

ফিলিস্তিনের মাঠে যেসব ঘাস

যেসব শিশুর খেলা

আর স্কুলের পড়াশুনা

আমি তার পাশে আছি।

আমি সেই জানালাটার পাশে আছি

যে জানালায় কবিতা লেখা হয়

আকাশ দেখা হয়

আর জোছনা এসে পড়ে ঝরে।

আমি সেই হাটবাজারের পক্ষে আছি

যেখানে মানুষের উত্তাপে উত্তাপে

ওঠে জমে।

মানুষ আনন্দমুখর হয়

কোলাহল করে।

আমি কোনো নির্জনতার পক্ষে নই

শূন্যতায় আমি বিমর্ষ

থাকি না তার দলে।

আমি লাল রং গোলাপ ফুলের

পক্ষে আছি

লাল রঙ রক্তের পক্ষে নই।

আমি ভালোবাসার পক্ষে আছি – স্বপ্নের পক্ষে আছি

জীবনের পক্ষে – আনন্দের পক্ষে

হাসি খুশি আর সুখবরের পক্ষে।

বারবার দুঃসংবাদ আমাকে ব্যথিত করে

থাকি না তার পক্ষে

কোনো দিন থাকি না।