উত্তরাধিকার

পূর্র্বপুরুষদের মতো আমিও নতুনকে দিয়ে যাই কোলাহল-শৈশব,

মেঘহীন বুকের মতো অনিন্দ্যসুন্দর নীলিমা, স্নিগ্ধ গুচ্ছ সকাল;

একটি বৃন্তে জড়িয়ে থাকা শান্তিময় সময়। 

বৈভব সম্পদে অসুখ নিহিত, দেখেছি আমি,

মমতার নিখাদ মায়ায় সারাটা সময় হেঁটেছি;

আমাকে শান্তি দিয়েছিল দুরন্তপনার যাপন।

ঐশ^র্যে ভোগের উৎসব দেখেছি পরতে পরতে

যেখানে মানবতা কাঁদে, দ্বিপদী হয়ে যায় অমানুষ!

ভূমিহীন আমি, ঘরহীন ঘরে জীবনানন্দে সুখ

বিত্ত, অর্থ নয়, নেই আমিত্ব, যোগ-বিয়োগে –

হিসাব করে দেখি আনন্দের আমানত ভারি।

অনিবার্য জন্মের মতো মৃত্যু চিরন্তন আবাহন

মমতা, মানবতা আমার পরম উত্তরাধিকার।

Published :