ঋতুও বদলে যায়

এ কেমন ঋতু দেখছি?

শ্রাবণে ভিজে না দুঃখ-দেহ,

দ্রোহের আগুন নেভে না জলে।

আষাঢ়ের বৃষ্টিতে না ভিজে

অসুখ হতে পাই না পরিত্রাণ।

মিথ্যার বেসাতিতে সবুজভূমিতে

একে একে জমে গেছে পাপ!

শ্রাবণ রাতেও বর্ষার প্রতীক্ষায় থাকি

তুমি সুখনিদ্রায় থেকে থেকে –

ভুলে যাও বারিধারার আনন্দ!

আর আমি শুধু সময় গণনা করি;

ভাবি তোমার মতো ঋতুও বদলে যায়!