এ নগর থেকে একদিন বেরিয়ে যাবো আমি

এখানে কেটেছে কত দীর্ঘ কালবেলা

আর কত গ্রহণের কাল করবো পার

এই ভণ্ডামি নষ্টামির শহরে! আর কত …

বহুদিন পর আজ ভিজেছে নগর

দূরের পথ অবধি! এমন বৃষ্টি এই ভাদরে!

জল ঝাঁপিয়ে পড়ছে পাতার কোলে

লাফিয়ে নামছে ফোঁটায় ফোঁটায়

এতকিছু – তবু বৃষ্টিশেষে কেন নেমে আসে

মৃত্যুর স্তব্ধতা – পথের ঘাস অবধি নেতিয়ে পড়ছে

মৃত্যুঘুমে! আমার চোখে নামে ঘুম

আমিও অলস পাখির মতো মুখ গুঁজি মনের ভেতরে;

জীবন এখন আধা-চৈতন্যে আধাঘুমে

মিনমিনে বেড়াল সেজেছে; তা হোক

তাকেই জাগিয়ে তুলে শেখাবো বাঘের গর্জন

এখন এটাই বাস্তবতা – এভাবেই উদ্ধার,

পথে নেমেই সব মানুষের চোখে দেখছি

এক পলায়নপর কাচপোকা মেলেছে ডানা

আমিও দায় নেবো না কিছু – আমিও ময়ূর-রং

কাচপোকা সেজে মেলবো ডানা ॥

Published :


Comments

Leave a Reply