দুয়ারে রোজ যমের শুনি ডাক

অনেক নিলি, কমই দিলি তুই

কথার মালা গাঁথা এবার থাক

মালায় তোকে টগর বেল জুঁই

অনেক দেবো, কপালে চন্দন

বাড়াবে শোভা, রাজার মতো যাবি

অকাজ ছেড়ে কাজের কথা শোন

আগুন ছোঁবে হাত-পা মাথা নাভি

এখানে ভালোবাসে না কেউ তোকে

সবাই নেবে জমানো তোর ধন

কাঁদবে যারা লোকদেখানো শোকে

বদলাবে দুদিনে তাদের মন

বিলিয়ে দে না, বিলিয়ে দে না সব

খেললি তো তুই, খেলুক এবার ওরা

লোভ লুকিয়ে শোকের কলরব

থামলে পাবি ফুলের বহু তোড়া

টাকা তো নয়, সোনা তো নয়, ধুলো

ব্যাংকে তোর মিথ্যে হলো জমা

উড়িয়ে দে না গর্ব, অহংগুলো

পারেন তিনি দিতে করুণ ক্ষমা

সারা জীবন খেললি, কিছু পেলি?

ট্রফি কি তোর সঙ্গে যেতে পারে!

এবার আয় দুজন মিলে খেলি

মুখ যে কেন লুকোস বারে বারে

অহংকার ও দম্ভ যা না ভুলে

পোশাক খুলে নগ্ন হতে হবে

সব কিছু তো সময় নেবে খুলে

মাটিই হবি শেষের পরাভবে

বুঝতে পারি ভীষণ তাঁর তাড়া

জীবন নেবে বেলা শেষের বাঁক

বলতে হবে এবার সায়োনারা

রোজ দুয়ারে যমের শুনি ডাক।

Published :


Comments

Leave a Reply