সন্ধ্যাপ্রদীপ দেখতাম তুলসী পাতার ঘ্রাণে

হেঁটে আসতো নিভু নিভু মনমরা মন,

আগুনরাঙা সময়ের কাছে পরাজিত নই;

অধরে নধরে হাসির কাছে সভ্যতা ম্লান,

জলযৌবনে গানের সিম্ফনি শুনে;

খেয়াঘাটের কালসিটে দাগগুলো জাগত,

পাপড়ি খুলে ফেলত কামনার পাতা,

মাঝির বৈঠা শক্তপোক্ত হয়ে যেত নিমিষেই,

নদী আর রাত পার হয় একইসাথে একই অঙ্গে ॥