একটি প্রার্থনা

সময়ের টুঁটি চেপে ধরে বলি

তোমার আগেই রবে আমার শকট

ভীরুতার তরবারি ভেঙে গেছে অশোকের হাতে

গগনে তবু শুধু নৈরাজ্যিক মাঠ

এখানে দেখবে মঞ্চে দর্শক টিকিট কেটে খেলা

তাই তো এবার নয় পাতানো সংবাদ নিয়ে করতালি দেয়া

এখন দুপুর নামে ভয়ার্ত তিমিরে

মেঘলা চাদরে সব কিঙ্করীরা ঘুমে

করোনা নামের এক দৈত্য এসে দরবারে বসে

বাজায় উল্লাস ভেঁপু নগরে আবাসে

থামাও তোমার ওই ফ্রাঙ্কেনস্টাইন

তোমার আগেই রবে আমার শকট

রুদ্ধজনে দিতে হবে শতদল তুলে

কাঁটার আঘাত শুধু নিতে দাও আমার পকেটে

প্যাগোডার ঘণ্টাগুলো বাজতে থাকুক অহর্নিশ

বিশুদ্ধ পামীরছাদে দর্শকের করতালি তুমুল ঝংকার।