অনেক কিছু দেখার আছে

আমার অনেক কিছু দেখার আছে ॥

আস্তাকুঁড়ে পড়ে থাকা শিশুর মুখ,

পথের অভুক্ত কুকুরের লালায়িত জিহ্বা।

কাঁটাতারে ঝুলে থাকা কিশোরীর লাশ,

সঙ্গোপনে প্রেমিকের আর্তনাদ।

অবুঝ সন্তানের কোলে মায়ের লাশ,

পথে পড়ে থাকা নিহত কিশোর,

কুমারীর গর্ভে অবহেলায় বেড়ে ওঠা অভিশপ্ত শিশু

আমার আরো অনেক কিছু দেখার আছে ॥

আমার বেঁকে যাওয়া মেরুদণ্ড –

আমার বিকল হয়ে যাওয়া মস্তিষ্ক –

আমার অনাবৃত বক্ষ –

আমার অশুদ্ধ লাস্য –

আমার অসিদ্ধ স্বপ্ন –

আমার ক্ষতবিক্ষত প্রাণ –

নিজের মায়াবী চোখে দেখি,

স্বপ্ন মৃত্যুর বাণ।

আমার এখনো অনেক কিছু দেখার আছে ॥

আমি এখনো দেখতে চাই

দূর্বার ডগায় শিশিরবিন্দুর চুমু খাওয়া,

দেখতে চাই গোধূলির আবির,

আমার দেখার বড় সাধ আকাশের ধ্রুবতারা

আর মানুষের প্রসন্ন মুখ।

জানি, এখনো অনেক ভোরের স্বপ্ন আছে বাকি,

এখনো আছে অনেক আশার পুনরুত্থান।

আমার আরো অনেক কিছু দেখার আছে ॥