একদিন সব ঠিক হয়ে যাবে

ঠিকমতো কিছুই হয় না

বাড়ি থেকে বেরোনোর সময়

দরোজার মুখে কুলুপ আঁটা হয় না

জামার একটা বোতাম সাবানে খাওয়া

প্যান্টের ভেতর থেকে শার্টের বিদ্রোহ 

জুতোর ফিতে ক্ষুধার্ত বলে ঠিকমতো দাঁড়াতে পারে না

চশমার জানালায় মেয়াদোত্তীর্ণ কাচ দ্বিখণ্ডিত 

শ্বাসকষ্টে ঘড়ির কাঁটার নিশ্বাস নিভে আসছে

সূর্য স্থির বলে কতদিন

প্রিয়জনের সাথে দেখা হয় না 

তাই বলে পৃথিবীর কোনো কিছু থেমে নেই

পরাশক্তির ক্ষেপণাস্ত্র 

আঘাত হানছে বৃষ্টির ফোঁটায়

ইসরায়েল টেনে লম্বা করছে রক্তের রেখা

চীনের মৌমাছিরা সিল্করোডে 

সাঁজোয়া যান নিয়ে ছুটে যাচ্ছে

ইউক্রেনের সব গম খেয়ে ফেলছে রুশট্যাঙ্ক

আমেরিকা জুতোর তলায় রোধ

করে রেখেছে ফ্লয়েডের দৃষ্টি 

শুধু আমি সবকিছু ঠিক করে উঠতে অপারগ

ঘড়িকে ঠিকমতো নাস্তা দিতে পারি না

জুতোর দাঁত মাজতে ব্রাশ কেনা হয় না

এবং চশমার জন্য একটা ছোট্ট ফ্ল্যাট 

অপেক্ষা করছি

ভাবছি হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে