কবির প্রতি

একদিন চলে যাবে তুমি,

এ হৃদয় হবে মরুভূমি,

          ভেবে মনে জাগে বড় ভয়!

সব স্মৃতি পিছে পড়ে রবে,

সব লেখা পুরাতন হবে,

          ভালোবাসা হবে না তো ক্ষয়!

সেই দিন কেঁদে হবো সারা,

বই হাতে হবো দিশেহারা,

          লেখা ছুঁয়ে খুঁজে পাব আলো!

সেই দিন বৃথা যাবে বেলা,

শেষ হবে ছন্দের খেলা,

          আকাশের রং হবে কালো!

স্বর্গের দেবতারা সবে,

মালা হাতে পথচেয়ে রবে,

          পেয়ে যাবে মণি-কাঞ্চন!

তুমি বুঝি সব স্মৃতি ভুলে,

লিখে যাবে অন্তর খুলে,

          হবে জানি মহা-আয়োজন!

ছোটো এই পৃথিবীর ’পরে,

পাঠকের হৃদয়ের ঘরে,

          যুগে যুগে তুমি বেঁচে রবে!

সেইদিন থাকব না জানি,

প্রাণে বাজে দেবতার বাণী,

           কবি তুমি চিরজীবী হবে!