কাছে এলে অন্য কেউ 

যখন সে যায় তার ছায়া সঙ্গে যায়, অবশিষ্ট   

থাকে পাথরশূন্যতা 

নীল মায়া স্মৃতির কঙ্কাল,

ভালোবাসা তরল জিনিস 

গলে যায় 

শীতভোরে যেভাবে শিশির কলাপাতা 

থেকে নিশ্চুপ গড়িয়ে পড়ে ধুলোর কার্পেটে, ঘাসে;

শরীর এবং মন নদীর প্রতিভা নিয়ে ছোটে

অন্য দুপুর যেভাবে অন্য গল্প ঠোঁটে হেঁটে যায় 

হেমন্তের বিকেলের মাঠে 

যেখানে খুব নিবিড় জমে থাকে গত

সকাল ফুরানো ধুধু কোলাহল প্রীতির শিশির

ফেলে আসা নিহত পথের দীর্ঘ-দীর্ঘশ্বাস,

বস্তুত মানুষ সঙ্গপ্রিয় 

গোপন বাতাসে নুয়ে পড়ে নগ্ন নির্জন যৌবন

সমর্পণের বেদনায় ফের খুব একা হয়ে যায় 

অন্যের ভেতর;

সৌন্দর্যের নিশ্চিত কোনো বিরামচিহ্ন নেই 

প্রকৃত লাবণ্য কার ঠোঁটে তার তৃষ্ণায়  ব্যাকুল 

মানুষের নিঃসঙ্গ হৃদয় 

পৃথিবীর পথ ঘুরে আজো পায়নি তারে

যে-আছে অন্তরে তার, দূর থেকে ডাকে ইশারায় 

কাছে এলে অন্য হয়ে যায়।