ভ্রƒণগর্ভে যেখানে যাই চোখ ফেলে আসি

পথের জন্মদাগ কোথায় লুকিয়ে আছে

সব দেখতে পাই

কখন সন্তের বেশে দস্যু হানা দেবে

বন্ধুরা ঈর্ষায় শান দেয় কোন কামারশালায়

পাথরের ঘোড়া ঘুমের দরোজা ভেঙে 

কোন লগ্নে স্বপ্ন খেয়ে যায়

মাতৃগর্ভে শুয়ে সব দেখতে পাই

মেঘের তৈরি চোখ অশ্রুসূর্য প্রদক্ষিণ করে

বন্ধু কিংবা শত্রু যারা কতটুকু জানে

হয়তো জানার ইচ্ছা কিছু নেই

না জানা মানুষগুলো ভান করে

বিজ্ঞজনোচিত

তারা পৃথিবীর ভাগ্য নিয়ন্ত্রক

ওদের ঔরসে না জন্মালে পরম পাতক

আমার ফেলে আসা চোখগুলো অবজ্ঞাচ্ছলে

                            ওদেরকে দ্যাখে

আর বাঁচার জন্য অন্ধের

ভূমিকায় অভিনয় করে