বৃষ্টি কেন হয়, বৃষ্টি কেন পড়ে

কেন যে পাতা নড়ে

মেঘের কাছে জানতে চাই তার

বৃষ্টিকথা কী আছে বাকি আর

গাছের কিছু বলার আছে বাকি

হাওয়ার সাথে এতো যে মাখামাখি

বৃষ্টি এলে বজ্র কেন বাজে

মন লেগে যায় উদাস হওয়ার কাজে

বাড়িগুলো আনন্দে স্নান সারে

জানালা খোঁজে হারিয়েছিল যারে

কেন যে মেঘ জলদি করে ডাকে

কাজ ফেলে কে সময় দেবে তাকে

যাদের আছে বৃষ্টি গোলা ভরা

মেঘদূত আর অজস্র অন্তরা

বৃষ্টি তাদের বাড়ির কাছে থাকে

দেখতে পারি কাজের ফাঁকে ফাঁকে

বৃষ্টি কেন হঠাৎ করে আসে

কেউ জানে না কারে সে ভালোবাসে