ভোরের বিজ্ঞাপন

মুছে যায় পথের অক্ষর

যা ছিল ভোরের বিজ্ঞাপনে

         বকুলগাছের নিচে

ছায়ার ভ্রমণ ছিল দুপুরে

চন্দ্রগ্রস্ত রাত্রিও ছিল ভিড় এড়িয়ে

মুখোমুখি চোখের ভেতর-মাধুকরী

                      ফুলের পাথর

বৃষ্টির নিচে আগুন ছিল

পুড়েছে রাতের দীর্ঘশ্বাসে

মেঘের গোপন ডানা – ভোর-সন্ধ্যাবেলা

শুধু পুড়ছে না তার হাসির ঘ্রাণ

             প্রফুল্ল ছায়ার শব্দ