খুকিরা ঘুমায়

শিহাব সরকার

 

খুকিরা ছায়া দেখেনি কোনোদিন

ছায়া কী তারা জানে না।

 

আজন্ম কারাগার থেকে বেরিয়ে

খোলা মাঠে দেখেছে নিজেদের ছায়া,

ভীতত্রস্ত পড়িমরি ছোটে খুকিরা

সামনে দৌড়ায় তাদেরই তাদেরই ছায়া।

 

উলটো দৌড়ালে ছায়া আসে পিছু-পিছু

তেপান্তরে কে শোনে বালিকাদের কান্না,

কে বোঝাবে ওদের ছায়ার রহস্য

ছায়া শুধু ছায়া নয়, অতিরিক্ত কিছু যে!

 

অচেনা প্রান্তরে খুকিরা দিশাহারা

ছায়া ছোট হতে হতে উবে যায় দুপুরে

তারপর ফিরে এসে দীর্ঘ হতে থাকে,

রৌদ্র মরে আসে, ছায়া ফিকে হয়

 

সন্ধ্যার আকাশে অগণন তারা

অন্ধকার নেমেছে, আজ অমাবস্যা

অন্ধকারে হারানো মায়ের ঘ্রাণ,

অমাবস্যা-মায়ের শরীরে মিশে গিয়ে

খুকিরা ঘুমায় অন্ধকারে ওমে

অন্ধকারে শান্তি। অন্ধকারে ভুল রৌদ্রস্নান।