খেয়াঘাট

অনেক অনেক কথা বলেছে আমাকে

আগে কখনো শুনিনি কোনোদিন।

এমনকি কখনো দেখিনি

কারো ভেজা চোখ।

                 তখুনি ভেবেছি

                 যদি ফিরে আসে,

কোনো কথা না বলে দেখিয়ে দেবো খেয়াঘাট,

খেয়া নিয়ে বসে আছি

জোড়াসাঁকোর রবিবাবু করবেন পারাপার।

                যদি ফিরে যেতে নাই চায়

                দুই চোখে জানায় মিনতি

                কি রবো না দোহার পাড়ায়।

অন্ধপ্রেমে ডুবে গেছি বহুদিন আগে,

যদি ফিরে যাই

লিখে দেবো দেয়ালের গায়ে

       কবিরা ভোলায় শুধু

       মিথ্যে আশ্বাসে।