পুষ্পপ্রণয়ী চাষা

সিত-পুষ্পের পাশ-ঘেঁষে পথ চলি

দেখি বড়বেশি ম্লান মুখ তার – অবনত মাথা,

শরীর দুভাঁজ – এই গ্রহণের দিনে

যায় না তাকানো এতটা দুর্গতি তার;

ভূমি থেকে জল সরে গেছে বহুদূর

কে জানে তা গেছে কি না অসীম সুদূরে,

আদরে-সোহাগে তাকে কাছে পাবো

          এমন ভরসা উধাও শূন্যে আজ;

গ্রহণের দিনে ভয় মানি তাই – ভয় মানি

পুষ্পপ্রণয়ী চাষাদের মতো দুরু দুরু প্রাণে;

সিত-পুষ্পের মৃত স্বপ্নেরা এই গ্রহণের দিনে

বুনো হাঁস হয়ে উড়ে গেছে বহুদূর দক্ষিণে

তারা আর ফিরবে না সে-কথাও জানি

নিরাশার খাতে তবু অবিরাম নিষ্ফল জল ঢালি ॥

Published :


Comments

Leave a Reply