গল্প

মোরশেদ শফিউল হাসান

 

সবারই বোধহয় কোনো নিভৃত গল্প থাকে

ওই লোকটারও কি ছিল না?

ও কি তার স্ত্রী, সন্তান, বন্ধু বা সহকর্মীদের

সে-গল্পের ভাগ দিয়ে গেছে?

রাস্তা পেরুবার সময় লোকটা কি

কিছু ভাবছিল

কী নিয়ে ভাবছিল ও?

কোনোদিন কেউ কি তা জানতে পারবে –

পুলিশ, সাংবাদিক, ফরেনসিক বিশেষজ্ঞ

বা কোনো মনোবিদ?

মানুষ তার জমি, বাড়ি, বাগান রেখে যায় :

গল্পের কতখানি?