মেহেদী ইকবাল

গাছকে সবাই দাঁড়িয়ে থাকতে দেখে

আমিও দেখি।

গাছের নিচে অনেকেই বসে থাকে

আমিও বসি।

তবে গাছ মাঝে মাঝে নিজেই বসে পড়ে

খানিক জিরিয়ে গাছ ঠিকঠাক দাঁড়িয়ে যায় আবার!

গাছ কিন্তু হাঁটে, এমনকি দৌড়ায়

গ্রীষ্মের দুপুরে গাছ একা একা হেঁটে যায় কোথাও

আসলে গাছ

চায় কি কোথাও হারিয়ে যেতে?

তবে সন্ধ্যার প্রাক্কালে

দেখি ফিরে আসে গাছ

আর কী কাণ্ড অবাক!

সারাদিন এদিক-সেদিক উড়তে থাকা পাখিরা

নির্ভুল ফিরে আসে মায়াভরা ডালে তার!