গোলাপ চেয়েছিলাম

গোলাপ চেয়েছিলাম –

গোলাপ হাতের মুঠোয় 

এসে বলল –

এই কাঁটাটুকু সহ্য করতে হবে । 

বৃষ্টি চেয়েছিলাম –

শুকনো হাওয়ায়

বিষণ্ন হয়ে গিয়েছিল মন

বৃষ্টি বললো – বজ্র  সহ্য করতে হবে 

তুমুল বাতাসকেও। 

তোমাকে চেয়েছিলাম –

একটানা ভালবাসা পাওয়ার লোভে। 

একখানা সুন্দর অনর্গল পিঁড়িতে

থাকবে বসে 

এই মতো ছিল আশা 

গহিন জলের পিপাসা – 

তুমি এলে কিছু কষ্টের ধুলোবালি উড়লো

কিছু কথা আগুনেও পুড়লো।