জীবন যাপন

একদিন সকালের বেলোয়ারি আলোতে দেখলাম এখনো জেগে আছি পূর্ণজ্ঞানে

লোকায়ত জীবনের ঋণ কখনো মুছে ফেলা যায় না

সে সময়কে কাছে পেতে চায়।

লিচুর মতো ঘোলা চোখে

পেছনে তাকায়।

নদীর মতো জীবন ইতিহাস হয়ে যাক

আবহমান সময়ের কাছে এ মনটা

একবিংশ শতকের রোদে পুড়ে খাক

হাতের মুঠো খুললেই শুধু বালি আর বালি

বন্ধুর দায়ভার বুকে নিয়ে বসে আছি

এখন আমিই তোমার কাছে অপাংক্তেয় কদম আলী।