মৃত্যুহীন সমুদ্রের কাছে বসে

অমরত্ব দাবী করার মতো সাহস আমার নেই।

অরণ্যের দিনরাত্রির পায়ের তলায় বসে

মহাসাধক হওয়ার ইচ্ছে আমার কোনোকালেই

                                      ছিল না।

অন্তহীন পথের পথপ্রান্তে নির্ঘুম বসে

জীবনের হিসেবটা করে ফেলতে কখনোই চায়নি।

যান্ত্রিক ঘর সংসারের রক্তিম সূর্যাস্তে

জীবনকে চিনতে চেয়েছি জীবনের মধ্যে।