চিঠির আমলের কবিতা

চিঠির আমলে

এক বৃহস্পতিবারে আগরবাতি-মোমবাতি

নগদ দশ টাকাসহ বুড়াপিরের মাজারে গিয়েছিলাম

যেন গভর্নমেন্ট গার্লস স্কুলের সব থেকে

স্মার্ট ধবধবে ফর্সা পুতুলটা চিঠির উত্তর দেয়

সরাসরি আমার হয়

আর মনোবাসনা রয়েসয়ে পূর্ণ হ’তে থাকলে

চিঠি আসে

আপনি স্বতঃস্ফূর্ত স্বপ্নবাজ

চিঠি আসে

কাঁপুনে হাঁটু শক্ত ক’রে সমাজে মর্যাদার

বীজ বপন করুন

চিঠি আসে

বাবা সরকারি চাকুরে তল্পিতল্পা গুছিয়ে

যে-কোনো মুহূর্তে আমরা