মাঝে মাঝে এভাবেই একা হয়ে যাই – মৃত্যুর সবুজ সরণিতে

ব্যথাতুর গানে কোনো ভিখারি জানিয়ে যায় – তার শেষ

                                              ইচ্ছের কথা

প্রপঞ্চ অন্ধকারে দাঁড়িয়ে দেখেছি, মাতাল অবয়ব

ক্রুশবিদ্ধ হওয়ার আগে যিশু এঁকেছিলেন –

                                     ক্ষমাসুন্দর কোনো রুকস্যাক

ক্রমশ ভুলে যাচ্ছি – আমাদের মধ্যযুগ, মনসামঙ্গলের রাত

কিংবা বেহুলার বিমর্ষ উচ্চারণ …

প্রতিদিন উপাচার এঁকে যেভাবে সাজাই –

সন্তানকে লেখা নিরাময়; তাও একদিন সোমত্ত ডানা মেলে

উড়ে যায় – বিদিশানগরীর দিকে …

কেবল একা শেষ আদম আমি শুয়ে থাকি –

সেই প্লাবনকালের প্রত্যাশায় …

Published :


Comments

Leave a Reply