চুরি

শ্যামলকান্তি দাশ

 

কেউ তালা ভাঙছে। চড়চড়াৎ শব্দ হচ্ছে পাথরের দরজায়।

চুরি করবে।

চুরি করবার আগে একটু দম নিচ্ছে।

একটা দেশলাই জ্বলছে।

ভাবছে, এই এতগুলো সোনার সিঁড়ি,

সিঁড়ি টপকে যাওয়ার পর এই এতগুলো মানুষ,

মানুষ অতিক্রম করবার পর বাড়িভর্তি অন্ধকার!

একটা পূর্ণাঙ্গ ছাদ সুষুপ্তিকে জাগিয়ে রেখেছে।

 

হুড়কো খুলে ফেলবার পর কেউ ভাবছে

প্রলয়ের আগে কী নেবে সে, অশ্রু না ক্রন্দন,

মেঘের স্তর না তরঙ্গের হিল্লোল!

অন্ধকারে মুহুর্মুহু বিদ্যুতের খেলা –

হাত পূর্ণ হওয়ার আগেই ধাঁধামজায়

চোখ ধাঁধিয়ে যাচ্ছে তার!