সেলিম মাহমুদ

কত কিছুই তো পেলাম

এই ফুল, ফল, নদী, গমের দানা,

বাতাসের প্রণোদনা, ভোঁস ভোঁস জ্বালানির জ্বলা,

কাঠের বাক্স, খাদ্যক্যালোরি, আইসক্রিম,

মাংসের চাপ-কিমা।

কত না পথ, কত দেশ, জনপদ, ইতিহাসের ঘোরানো সিঁড়ি,

ফাটা ডিম, মনস্তাপ, আংটি, পাতকূপ, সোনালি ঈগল,

এসব কিছু, এক জনমে।

কত কিছুই পেয়েই যাই, শুশুক, শুশুনি,

আশাবরী, কামদ, তিলক, ঘণ্টাধ্বনি, সবুর ও সহবত।

কত কিছু চক্রাকারে, একাদশী, গ্রহণকালে, পাথরে-পাথারে,

বীজ-বপনে, গাছের খোড়লে, ভয়ে, নির্ভয়ে, বেদনে, সংবেদে।

না জন্মালে এসবের মানে কী হতো?

ওরাও জন্মেছে, আমিও জন্মেছি !