তোর সাথে সমুদ্রে যাব

তোর সাথে সমুদ্রে যাব তাই উঠোন নিয়েছে ছুটি

কী যেন বলতে এসে থেমে গেলি, সূর্য ফিরেছে বাড়ি

বালির সংসারে থেমে যাক চুলের অগ্নিকাঁটা

পায়ের নিষ্পাপ ছাপে জমে থাক স্মৃতিকথা

পেরুনো পথে উড়ে যাক একশটা প্রজাপতি

ভুল হলে, ঠিকানা খুলে পড়ে নিক সাঁঝবাতি  

সেকথা শুনবে বলে সিগাল ধরেছে বাজি

আঁচলবিহীন নিরালায় ভাসতে আমি রাজি

আনমনে উঁকি দিলে রোদ, ভোরের বেহালা বাজে

শৈবালের কাছে রাখা প্রশ্ন যখন, নূপুর হয়ে সাজে