দরিয়া-গল্প

এই দরিয়া ওই দরিয়া 

মধ্যিখানে তুমি

চারদিকেতে অকূল পাথার

নাই পালানোর ভূমি

জলের তলে অল্প আঁধার

ডুবলে উপায় কি!

নাই রে উপায় নাই রে

পাগল বনে যাই রে

এক দরিয়া তোমার যদি 

অন্য সাগর আমি

কোনখানেতে থামি

কোনখানে জল ঘূর্ণিমায়া

কুহকভরা পাতালচুমুক

সেচতে সেচতে থামি 

সাগর তুমি সাগর

প্রকৃতিলীন বসুন্ধরার

আর্তনাদেই জাগর

রাত পোহালে একাকিত্বের

উদ্যাপনের অন্য আকর

উচ্ছ্বসিত বিষণ্নতায়

নিজের ভিতর মগ্নকাতর

বিরহভোর ডাগর

এই দরিয়া ওই দরিয়া

শুষতে জীবন হই মরিয়া

চুম্বনে হই সর্বস্বান্ত

তারপরেও দিই না ক্ষান্ত

তুমিই আমার তৃষার তুরুপ

অক্সিজেনের শাঁস

বেঁচে থাকবার আশ

মরুভূমির পানি

তোমার কত মূল্য সেটা নির্ণয়ে না জানি