নদী যখন নদীকে চুমো খায়

একটা নদী আর একটা নদীর কাছে

জল চাইতেই পারে,

নদীর সাথে নদীর মৈত্রী আছে বলেই

সে খরস্রোতা

           বহমান

             উত্তাল-ঊর্মিমুখর

                   ও হিন্দোলিত।

একটি নদীর উৎসধারা কোনখানে থাকে

নদী তা ভালো করেই জানে!

             নদীতে নদীতে স্বাভাবিক সখ্য!

নদীর হিংসে নেই-আকচাআকচি করে না

ঈর্ষাপরায়ণ তো নয়!

               হিংসালু হবে কীভাবে?

জলের ভেতরÑহিংসার আগুন জ¦লতে পারে না!

হনুমান লাফাতে পারে না নদীতে

পঙ্গপাল ঝাঁপিয়ে পড়ে দখলও নিতে পারে না!

নদী এঁদোপুকুরও নয় –

নদীর জলপ্রবাহ নিয়ে

            তালপুকুরও হয় চনমনে!

নদীতে নদীতে মৈত্রী হলে

                     জোয়ার ও দীপ্রগতি!

নদী যখন নদীকে চুমো খায়

তখন মাছেরা স্বচ্ছন্দ ও লাফায়

মাঝিরা মাঝপথে গিয়ে আরও প্রাণ পায়

               নিজেদের ভাটিয়ালি গান গায়!