পুঁজি

মতিচ্ছন্ন ভারি

না হলে, ভরা বর্ষায় নদীতে কে

পুঁটি ধরতে যায়!

ছোট সে খ্যাপলা,

থাকে না মীন, ইলিশও জেনেছে

মেছো, পারবে না তাকে ছুঁতে।

তবু গন্ধ ভাসে

জানা নেই হেঁশেলে শ্রীমতী

কীভাবে হয়েছে মাতোয়রা!

বাঁশি হাতে টোপ ফ্যালে ছোঁড়া

আঁশ গন্ধ শুধুই সম্বল।