প্রচ্ছদ-পরিচিতি

এদেশের প্রথম প্রজন্মের চিত্রশিল্পীদের মধ্যে আবহমান বাঙালির জীবন ও লোক-ঐতিহ্য কাইয়ুম চৌধুরীর তুলিতে প্রাণবন্ত, সজীব ও সৃজনের প্রধান বিষয় হয়ে উঠেছিল। তিনি ছিলেন এদেশের অগ্রগণ্য চিত্রকরদের মধ্যে অন্যতম।

বিগত শতকের ষাটের দশকে তাঁর চিত্রকর্মে বাঙালির জীবনসংগ্রাম ও শ্যামলী নিসর্গ আশ্চর্য দক্ষতার সঙ্গে তুলে ধরেছিলেন তিনি। এই সময় থেকে তাঁর চিত্র শেকড়সন্ধানী ও মৃত্তিকালগ্ন হয়ে ওঠে। বাঙালির জীবনসংগ্রাম ও প্রকৃতির অন্তর্নিহিত সৌন্দর্যের ব্যঞ্জনা রূপায়ণের মধ্য দিয়ে তিনি নিজস্ব শৈলী ও চিত্রভাষা নির্মাণেও সমর্থ হন।

যে-কোনো জাতীয় সংকট ও দুর্যোগে তাঁর শিল্পীসত্তা প্রবলভাবে আলোড়িত হয়েছে। তারই প্রতিফলন দেখা যায় তাঁর সৃষ্টিগুচ্ছে। মুদ্রণশিল্প ও প্রচ্ছদে তাঁর উদ্ভাবন তাঁকে এ-ক্ষেত্রে শীর্ষ শিল্পীর পরিচিতি দিয়েছিল। তাঁর জন্ম ১৯৩২ সালে, মৃত্যু ২০১৪ সালে।

প্রচ্ছদে ব্যবহৃত চিত্রটি ১৯৯৯ সালে তেলরঙে আঁকা। সংগ্রাহক বেঙ্গল ফাউন্ডেশন।