বাবার দৃষ্টির মুগ্ধতা

 কিছুই লাগতো না জানি বাবার জমির একমুঠো কলই শাক ছাড়া  

অথচ অসুরের মতো ছিঁড়ে আনলি ফসলসমেত গোটা মাঠখানি।

কিছুই লাগতো না জানি বাবার গাছের একটি কচি ডাব ছাড়া

অথচ দানবের মতো ঘাড়ে করে বয়ে আনলি আস্ত দিঘিটাই।

কিছুই লাগতো না জানি বাবার ভিটের একমুঠো বাসক ফুল ছাড়া

অথচ দৈত্যের মতো ছিঁড়ে আনলি গোলাপের পুরোটা সংসার।

কিছুই লাগতো না জানি বাবার বসার সেগুনের চেয়ারখানি ছাড়া 

অথচ নাদির শাহের মতো লুট করে নিয়ে এলি সিংহাসনটাই।

কিছুই লাগতো না জানি বাবার পুকুরের কয়েকটি জিওল মাছ ছাড়া

অথচ রাক্ষসের মতো ছেকে আনলি সমুদ্রের সবগুলো ইলিশ।

কিছুই লাগতো না জানি বাবার গাছের একহাঁড়ি খেজুররস ছাড়া

অথচ হনুমানদের মতো উঠিয়ে আনলি গাছসুদ্ধ গোটা পাহাড়টাই।

কিছুই লাগতো না জানি বাবার পুরনো একখানি জায়নামাজ ছাড়া

অথচ জিনদের মতো টেনে আনলি ইবাদতের আস্ত ঘরটাই।

আমাকে শতবার ডুবিয়ে দিতে কিছুই লাগতো না জানি তোর

বাবার দৃষ্টির মুগ্ধতায় একবার, শুধু একবার নত হওয়া ছাড়া।

Published :

,

Comments

Leave a Reply