(মুনতাসীর মামুন, প্রিয়জনেষু)

পাশাপাশি বাতাস।

যদিও দুজন দুইটি চেয়ারে

একই অফিসে।

         তার সময় হলো না ডানে-বামে ফিরে তাকাবার।

সারাদিন নিজেকে নিমগ্ন রাখতেন তিনি

হিসাব-নিকাশে।

সদাগরী অফিসের হিসাব শাখায়।

         ভীষণ সুনাম ছিল তার

         সদাগরী অফিসের সকল শাখায়

যেহেতু তিনি চাননি ফিরে

ডানে, বামে কোনোদিন।

আশা করি এখন আছেন ভালো।

            আমি ডানে বামে

            কাউকে কিছু না বলে

            ছেড়েছি চেয়ার।

মনে আছে রাখতেন তিনি কার যেন চিঠি

খোঁপার ভেতর।

        মেয়েটির ঠিকানা রাখিনি আমি।

        তাকে

        রেখেছি মনে বিনা কারণে।

বোধহয় তার নাম ছিল কৃপণ কুমারী।